ইতিহাস

কোন ঘটনাকে একশত দিনের রাজত্ব বলা হয়  

কোন ঘটনাকে একশত দিনের রাজত্ব বলা হয় 

লিপজিগের যুদ্ধে পরাজিত হওয়ার পর নেপোলিয়নকে এলবা দ্বীপে নির্বাসিত করা হয়েছিল ( ১৮১৪ খ্রীঃ ) । কিন্তু এক বৎসরের মধ্যেই তিনি পুনরায় সৈন্য সংগ্রহ করে ১৮১৫ খ্রীষ্টাব্দে সৈন্য সংগ্রহ করে ফ্রান্সে প্রত্যাবর্তন করেন এবং নিজেকে সম্রাট বলে ঘোষণা করেন । এই সময়ে তিনি মাত্র একশত দিন রাজত্ব করেছিলেন বলেন ঐ ঘটনাকে ‘ একশত দিনের রাজত্ব ‘ বলা হয় ।

আরো পড়ুন : নেপোলিয়নের উত্থানের কারণ

নেপোলিয়নের পতনের কারণ

নেপোলিয়নের সংস্কার গুলি আলোচনা করো

error: Content is protected !!