স্প্যানিশ আর্মাডা কি
স্প্যানিশ আর্মাডা কি
1588 খ্রিস্টাব্দে ফিলিপ 130 টি রণতরী সমেত এক বিশাল নৌবাহিনী ইংল্যান্ডের বিরুদ্ধে প্রেরণ করেন । এই নৌবহর ইতিহাসে স্প্যানিশ আর্মাডা নামে পরিচিত । স্পেনের নৌ সেনাধ্যক্ষ মেডিনা সিডোনিয়ার ডিউক এই অভিযানে নেতৃত্ব দেন ।
দেশের এই চরম দুর্দিনে ইংল্যান্ডের মানুষ লর্ড হাওয়ার্ডকে অ্যাডমিরাল ও স্যার ফান্সিস ড্রেককে ভাইস অ্যাডমিরাল নির্বাচন করে তীব্র প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলেন । স্পেনের স্লথ গতি সম্পন্ন জাহাজগুলি ইংলিশ চ্যানেলে প্রবেশ করলে ইংরেজ নৌ সেনারা কয়েকটি দ্রুত গতি সম্পন্ন ছোটো ছোটো জাহাজ নিয়ে হঠাৎ আক্রমণ করে স্পেনীয় নৌবহরকে বিধ্বস্ত করে দেয় ।
‘ অপরাজেয় ’ স্পেনীয় নৌবহর কোনোক্রমে দেশে ফিরে রক্ষা পায় । ব্যর্থতার গ্লানি নিয়ে ফিলিপ প্রাণত্যাগ করেন । এই জয়লাভের ফলে ইংল্যান্ডে প্রোটেস্টান্ট ধর্মের ব্যাপক প্রসার ঘটে । নৌ শক্তির এই সাফল্য পরবর্তীকালে ইংল্যান্ডকে বিশ্বব্যাপী সাম্রাজ্য স্থাপনে সাহায্য করে ।
আরো পড়ুন : নৌ বিদ্রোহের কারণ ও গুরুত্ব বা ফলাফল