ইতিহাস

অ্যাক্ট অফ সুপ্রিমেসি কী

অ্যাক্ট অফ সুপ্রিমেসি কী

অষ্টম হেনরি 1534 খ্রিস্টাব্দে অ্যাক্ট অফ সুপ্রিমেসি নামে একটি আইন পাশ করে নিজেকে ইংল্যান্ডের গির্জার প্রধান বলে ঘোষণা করেন । 

এছাড়া তিনি চার্চের ভূ-সম্পত্তি বাজেয়াপ্ত করেন এবং বহু ক্যাথলিক চার্চ ধ্বংস করেন । মন্ত্রী টমাস ক্রমওয়েলের সাহায্যে ইংল্যান্ডে জাতীয় নির্জা এই গির্জার অনুমতিক্রমে হেনরির বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হয় । অষ্টম হেনরির মৃত্যুর পর তাঁর পুত্র ষষ্ঠ এডোয়ার্ডের ( অ্যান বোলিনের পুত্র ) আমলেও প্রোটেস্টান্ট আন্দোলন প্রসার লাভ ঘটেছিল ।

আরো পড়ুন : ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের ভূমিকা 

ধর্ম সংস্কার আন্দোলনে ক্যালভিনের ভূমিকা

error: Content is protected !!