রিফর্মেশন পার্লামেন্ট কী

রিফর্মেশন পার্লামেন্ট কী

ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরি প্রথমদিকে ছিলেন ক্যাথলিক চার্চের একনিষ্ঠ সমর্থক । তাঁর আনুগত্যের জন্য পোপ তাঁকে ধর্ম রক্ষক উপাধিতে ভূষিত করেছিলেন । কিন্তু ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য অষ্টম হেনরি পরবর্তীকালে পোপ বিরোধী হয়ে ওঠেন । 

পুত্র সন্তান উপহার না দেবার অজুহাতে হেনরি তাঁর প্রথমা পত্নী ক্যাথারিনের সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে অ্যান বোলিন নামে এক সুন্দরী রমণীকে বিবাহ করার জন্য পোপের কাছে অনুমতি চান । কিন্তু পোপ এই বিবাহে অনুমতি দিতে অস্বীকার করেন । ক্রুদ্ধ হয়ে অষ্টম হেনরি 1529 খ্রিস্টাব্দে পার্লামেন্টের বিশেষ অধিবেশন আহ্বান করে ইংল্যান্ডে পোপের সমস্ত ক্ষমতা ও অধিকার বিলুপ্ত করেন । এই ঘটনা ইতিহাসে রিফর্মেশন পার্লামেন্ট নামে পরিচিত । 

আরো পড়ুন : কাউন্ট ক্যাভুরের অবদান

পিটের ভারত শাসন আইন

গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা হয় কেন

error: Content is protected !!