ইতিহাস

থার্মিডোরীয় প্রতিক্রিয়া কী

থার্মিডোরীয় প্রতিক্রিয়া কী

৯ ই থার্মিডোর বা ২৭ শে জুলাই , ১৭৯৪ খ্রীষ্টাব্দের ফরাসী জনতা রোবসপিয়ার ও তাঁর সহযোগীদের গিলোটিনে হত্যা করলে ‘ সন্ত্রাসের শাসনের ‘ অবসান ঘটে । ফলে জ্যাকোবিনদের একনায়কতন্ত্রের অবসান ঘটে এবং ফ্রান্সে ক্ষমতা লাভ করে প্রতিক্রিয়াশীল বুর্জোয়াগোষ্ঠী । এর পরও কনভেশন এর শাসন চলে ১৭৯৫ খ্রীঃ এর অক্টোবর পর্যন্ত । কনভেশনের এই পর্ব ‘ থার্মিডোরীয় প্রতিক্রিয়া ‘ নামে পরিচিত । 

এই সময়ে যে প্রতিক্রিয়া দেখা যায় , তাকে ‘ শ্বেত সন্ত্রাস ‘ নামে অভিহিত করা হয় । এই সময়ে সরকারের বৈপ্লবিক কাঠামো বজায় থাকলেও গৃহীত সিদ্ধান্তগুলি ছিল দক্ষিণঘেঁষা । আলোচ্যকালে সন্ত্রাসের রাজত্বকালের কমিটিগুলি নতুন করে গড়া হয় । গণ নিরাপত্তা কমিটির বৈদেশিক ও যুদ্ধ সংক্রান্ত ক্ষমতা হ্রাস করা হয় । বিপ্লবী কমিটিগুলি ভেঙে দেওয়া হয় । বিপ্লবী বিচারালয়গুলি বিলুপ্ত করা হয় । এইভাবে ন্যাশনাল কনভেশন নিজের কর্তৃত্ব ফিরে পায় । 

শ্বেত সন্ত্রাসের সময় স্বাভাবিক ভাবেই জ্যাকোবিনদের বিরুদ্ধে কিছুটা প্রতিহিংসা পরায়ণতা প্রকাশ পায় । ১৬ ই অক্টোবর এক নির্দেশ জারি করে ‘ সন্ত্রাসের শাসনের প্রধান পুরোহিত জ্যাকোবিন ক্লাবগুলি ভেঙে দেওয়া হয় । আক্রান্ত হয় জ্যাকোবিন ক্লাব ও প্যারিসের বিপ্লবী কমিউনের সদস্যরা । অনেকে প্রাণও হারায় ।

দক্ষিণপন্থীদের চাপে ‘ সর্বোচ্চ মূল্যের আইন ’ বাতিল করা হয় । কয়েক সপ্তাহের মধ্যেই অবাধ বহির্বাণিজ্য ও মুদ্রার কেনাবেচা শুরু হয় । কিন্তু এর ফলে অর্থনীতিতে সংকট দেখা দেয় । ফ্রান্স পুনরায় ফাটকাবাজ ও মুনাফাখোরদের স্বর্গ রাজ্যে পরিণত হয় । ‘ এ্যাসাইনেটের ’ মূল্য কমে হয় তিন শতাংশ । খাদ্যভাবও ভীষণভাবে বেড়ে যায় । 

থার্মিডোরীয় শাসনকালে শিক্ষা ক্ষেত্রে ব্যাপক সংস্কার করা হয় । বহু বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় । এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ‘ ন্যাশনাল ইনস্টিটিউট অব আর্টস এ্যাণ্ড সায়েন্স ‘ এবং ‘ ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম ‘ । এছাড়া বৈদেশিক যুদ্ধের ক্ষেত্রেও এরা সাফল্য লাভ করে । ফরাসী বিরোধী রাষ্ট্রজোট ভেঙে যায় । ইতিমধ্যে এরা তৈরি করেছে নতুন সংবিধান , যা ‘ তৃতীয় বর্ষের সংবিধান ‘ নামে খ্যাত । তদনুযায়ী ‘ ডাইরেক্টরীর ’ শাসন প্রবর্তিত হলে থার্মিডোরীয় প্রতিক্রিয়া যুগের সমাপ্তি ঘটে ।

আরো পড়ুন : ফ্রান্সে সন্ত্রাসের রাজত্ব বলতে কী বোঝো

জ্যাকোবিন ও জিরোন্ডিন দলের মধ্যে পার্থক্য

সন্ত্রাসের রাজত্ব

error: Content is protected !!