মানবতাবাদ কী

মানবতাবাদ কী

নবজাগরণের প্রথম উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল মানবতাবাদ । জীবনমুখী দর্শনকে বলা হয় মানবতাবাদ । পঞ্চদশ শতকে কয়েকজন মানব প্রেমিক চিন্তাশীল মনীষী আধ্যাত্মিক বিষয় ছেড়ে পার্থিব জীবনের সঙ্গে যুক্ত বিদ্যার অনুশীলন করতেন বলে তাঁদের মানবতাবাদী [ Humanist ] বলা হয় । 

মানবতাবাদ এর মূল বক্তব্য 

মধ্যযুগে ক্যাথলিক চার্চ প্রচার করত ইহজীবন হল পাপ , তাই কঠোর কৃচ্ছ্বসাধন ও সংযমের মাধ্যমে পাপ থেকে মুক্তি লাভ এবং পরলোকে ঈশ্বরের করুণা অর্জন করা সম্ভব । কিন্তু মানবতাবাদীদের আলোচনার বিষয়বস্তু ছিল পরলোকের কাল্পনিক স্বর্গ সুখ ছেড়ে পার্থিব জীবনে আনন্দ ও সৌন্দর্যানুভূতি লাভ । এক কথায় মানবতাবাদীদের আলোচনার বিষয় ছিল মানুষের জীবন ও তার সমস্যা ।

আরো পড়ুন : শিল্পে নবজাগরণের প্রভাব আলোচনা কর

ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনের কারণ

ভৌগোলিক আবিষ্কারের কারণ ও ফলাফল

error: Content is protected !!