ধর্ম সংস্কার আন্দোলনে ইরাসমাস এর ভূমিকা

ধর্ম সংস্কার আন্দোলনে ইরাসমাস এর ভূমিকা

ধর্ম সংস্কার আন্দোলনের পথিকৃৎ ছিলেন হল্যান্ডের বিখ্যাত পণ্ডিত ইরাসমাস [ 1469–1536 খ্রি. ] । তিনি প্রথম স্বাধীন চিন্তা ধারার মাধ্যমে ধর্মকে নিষ্কলুষ ও দুর্নীতি মুক্ত করতে চেয়েছিলেন । সত্যের পূজারী ইরাসমাস তাঁর প্রেজ অব ফলি গ্রন্থে ধর্মীয় কুসংস্কার ও যাজকদের ভণ্ডামির বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন । তিনি ধর্ম সংস্কারের প্রয়োজনীয়তার কথাও বলেন । তাঁর মতে , ‘ শাস্ত্রের জন্য মানুষ নয় , মানুষের জন্য শাস্ত্র ‘। 

আরো পড়ুন : ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের ভূমিকা 

ধর্ম সংস্কার আন্দোলনে ক্যালভিনের ভূমিকা

ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনের কারণ

error: Content is protected !!