ধর্ম সংস্কার আন্দোলনে ক্যালভিনের ভূমিকা
ধর্ম সংস্কার আন্দোলনে ক্যালভিনের ভূমিকা
ধর্ম সংস্কার আন্দোলন জার্মানিতে শুরু হলেও অচিরেই তার ঢেউ আছড়ে পড়ে ইউরোপের অন্যান্য দেশে । নরওয়ে , ডেনমার্ক , সুইডেন , সুইজারল্যান্ডে এই ধর্মমত বিপুল জন সমর্থন লাভ করে । সুইজারল্যান্ডে প্রতিবাদী ধর্মের সূত্রপাত ঘটান জুইংলি নামে এক ধর্ম সংস্কারক । পরে বিখ্যাত পণ্ডিত ক্যালভিনের ( 1509–1564 খ্রি. ) নেতৃত্বে সুইজারল্যান্ডে প্রতিবাদী আন্দোলন প্রসার লাভ করে ।
গোঁড়া প্রোটেস্টান্ট পন্থী ক্যালভিন ধর্ম সংস্কারের জন্য মাতৃভূমি ফ্রান্স ত্যাগ করে সুইজারল্যান্ডের রাজধানী জেনিভাতে তাঁর আন্দোলনের কেন্দ্রস্থল গড়ে তোলেন । সৎ ও সংযমী ক্যালভিন প্রায় পঁচিশ বছর ধরে জেনিভাতে তাঁর আন্দোলন চালিয়ে যান । তাঁর উদ্দেশ্য ছিল জেনিভা শহরকে ভগবানের শহর হিসাবে গড়ে তোলা । তাঁর মূল বক্তব্য ছিল সহজ , সরল , সুশৃঙ্খল ও সংযমী জীবন যাপন করা ।
আরো পড়ুন : ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনের কারণ