সালোকসংশ্লেষকে অঙ্গার আত্তীকরণ বলা হয় কেন

সালোকসংশ্লেষকে অঙ্গার আত্তীকরণ বলা হয় কেন

যে পদ্ধতিতে বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড কোশস্থ জৈব যৌগে অঙ্গীভূত হয় তাকে অঙ্গার আত্তীকরণ বলে । 

সালোকসংশ্লেষের সময় বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইডের কার্বন তথা অঙ্গার জৈব যৌগে আবদ্ধ হয় এবং দেহে অঙ্গীভূত হয় বলে এই প্রক্রিয়াকে অঙ্গার আত্তীকরণ বলা হয় । 

জীব কোশে অঙ্গার আত্তীকরণ প্রধানত দু-ভাবে ঘটে থাকে , যথা— 

i. সালোকসংশ্লেষ ও 

ii. রাসায়নিক সংশ্লেষ । 

রাসায়নিক সংশ্লেষ কিছু বর্ণহীন ব্যাকটেরিয়া কোশে আলোকের অনুপস্থিতিতে ঘটে থাকে । সেই কারণে বলা হয় সালোকসংশ্লেষ একপ্রকার অঙ্গার আত্তীকরণ পদ্ধতি কিন্তু আত্তীকরণ পদ্ধতি মাত্রই সালোকসংশ্লেষ নয় ।

আরো পড়ুন : সালোকসংশ্লেষ কাকে বলে

মূলের কাজ

প্রাণীর রেচনে ত্বকের ফুসফুস ও যকৃতের ভূমিকা

error: Content is protected !!