পিলনিজের ঘোষণা কী
পিলনিজের ঘোষণা কী
ফ্রান্সের রানী মেরী আঁতোয়ানেৎ ছিলেন অস্ট্রিয়ার সম্রাট লিওপোল্ডের বোন । বিপ্লবীদের হাত থেকে বোনকে রক্ষা করার জন্য তিনি বিশেষ উদ্যোগ নেন । ফ্রান্সের বিপ্লবী আন্দোলন দমন করার জন্য তিনি ইউরোপের শাসকবৃন্দের কাছে আহ্বান জানান ( ৬ ই জুলাই , ১৭৯১ খ্রীঃ ) ।
১৭৯১ খ্রিস্টাব্দের ২০ শে আগস্ট অস্ট্রিয়ার লিওপোল্ড এবং প্রাশিয়ার ফ্রেডারিক দ্বিতীয় উইলিয়ম পিলনিজের ঘোষণা দ্বারা ইউরোপীয় শক্তিবর্গকে ফরাসি রাজতন্ত্রের সমর্থনে অগ্রসর হতে বলেছিলেন ।
আরো পড়ুন : ফরাসি বিপ্লবের সামাজিক কারণ গুলি আলোচনা করো
ফরাসি বিপ্লবের অর্থনৈতিক কারণ গুলি আলোচনা করো