তীর্থঙ্কর কাদের বলা হয়

তীর্থঙ্কর কাদের বলা হয়

মহাবীর ও তাঁর পূর্ববর্তী তেইশ জন জৈন ধর্মগুরু তীর্থঙ্কর নামে পরিচিত । ‘ তীর্থঙ্কর ’ শব্দটির অর্থ হল মুক্তির পথ নির্মাতা বা ‘ পথ প্রদর্শক ’ । জাগতিক দুঃখ অতিক্রম করার ‘ তীর্থ ‘ অর্থাৎ ঘাট নির্মাণ করেছিলেন বলে জৈন ধর্ম মতের উৎপত্তি ও পরিপুষ্টির সঙ্গে যুক্ত চব্বিশজন ধর্মগুরু তীর্থঙ্কর নামে পরিচিত । 

আরো পড়ুন : মহাবীরের জীবনী ও তাঁর শিক্ষা

চতুরাশ্রম বলতে কী বোঝায়

error: Content is protected !!