ইতিহাস

আর্য সত্য বলতে কী বোঝো

আর্য সত্য বলতে কী বোঝো

বুদ্ধদেব অতি সহজ ও সরল ভাষায় তাঁর ধর্মমত প্রচার করেন । বৌদ্ধ ধর্মের মূল লক্ষ্য হল সত্যকে উপলব্ধি করা । বুদ্ধ বলেছেন , সমুদ্রের যেমন একটি মাত্র স্বাদ অর্থাৎ লবণ , আমার ধর্মেরও তেমনি একটিমাত্র লক্ষ্য এবং তা হল দুঃখের হাত থেকে মানুষকে মুক্ত করা । 

বুদ্ধের মতে , মৃত্যুর পর আত্মা পুনরায় নতুন দেহে জন্মলাভ করে । জন্মলাভ করে জীবকে কর্ম করতে হয় । কর্ম থেকে আসে ‘ আসক্তি ’ । আসক্তি নিয়ে আসে ‘ দুঃখ ’ । পুনর্জন্ম গ্রহণ করে সেই দুঃখ ভোগ করতে হয় । কর্মফল জনিত পুনর্জন্ম রদ করে দুঃখের হাত থেকে মুক্তি লাভের একমাত্র পথ হল কামনা , বাসনা ও আসক্তি ইত্যাদি দূর করা । এজন্য বুদ্ধদেব মানুষকে চারটি ‘ আর্যসত্য ’ উপলব্ধি করার পরামর্শ দিয়েছেন । 

চারটি আর্যসত্য হল – 

( i ) এ পৃথিবী দুঃখময় , 

( ii ) মানুষের কামনা , বাসনা ও আসক্তি থেকেই দুঃখের সৃষ্টি হয় ( ‘ সমুদয় ‘ ) , 

( iii ) কামনা , বাসনা ও আসক্তিকে নিবৃত্ত করতে পারলে মুক্তি লাভ সম্ভব ( ‘ নিরোধ ’ ) এবং 

( iv ) কামনা , বাসনা , আসক্তি দূর করার জন্য নির্দিষ্ট পথ ( বা ‘ মার্গ ’ ) অনুসরণ করা দরকার । এইভাবে আত্মার মুক্তি সম্ভব । এই মুক্তিকে তিনি নির্বাণ নামে অভিহিত করেছেন ।

আরো পড়ুন : বৌদ্ধ ধর্মের উত্থানের কারণ

বৌদ্ধ ধর্মের পতনের কারণ

চারটি বৌদ্ধ সংগীতি আলোচনা করো

error: Content is protected !!