চতুরাশ্রম বলতে কী বোঝায়
চতুরাশ্রম বলতে কী বোঝায়
বৈদিক সমাজের অন্যতম বৈশিষ্ট্য চতুরাশ্রম । বৈদিক আর্যরা তাদের জীবনকে চারটি পর্বে বা আশ্রমে বিভক্ত করেছিলেন । জীবনের এই চারটি পর্ব সাধারণভাবে চতুরাশ্রম নামে পরিচিত । এই চারটি আশ্রম হল— ব্রহ্মচর্য , গার্হস্থ্য , বানপ্রস্থ ও সন্ন্যাস ।
ব্রহ্মচর্য আশ্রম : কৈশোরে গুরু গৃহে থেকে সংযম ও সদাচারের সঙ্গে বিদ্যাভ্যাস করতে হত ।
গার্হস্থ্য আশ্রম : বিদ্যালাভ শেষ করে যৌবনে বিয়ে করে সংসার ধর্ম পালন করতে হত ।
বানপ্রস্থ আশ্ৰম : প্রৌঢ় বয়সে সংসার জীবন শেষ করে নির্জনে থেকে মনকে ঈশ্বরমুখী করতে হত ।
সন্ন্যাস আশ্রম : বৃদ্ধ বয়সে সংসারের সমস্ত মায়া কাটিয়ে গৃহত্যাগ করে পরিব্রাজকের জীবন গ্রহণ করতে হত ।
চতুরাশ্রমের অনুশাসনগুলি অনুসরণ করা ব্রাহ্মণ , ক্ষত্রিয় ও বৈশ্যদের জীবনে আবশ্যিক ছিল । শূদ্ররা এই জীবনধারার বাইরে থাকত ।
আরো পড়ুন : ঋক বৈদিক যুগে আর্যদের সামাজিক জীবন