ইতিহাস

বেদকে শ্রুতি বলা হয় কেন

বেদকে শ্রুতি বলা হয় কেন

ভারতীয় আর্যদের প্রাচীনতম সাহিত্য গ্রন্থ হল বেদ । বেদ , বেদাঙ্গ ও ষড়দর্শনকে নিয়ে সৃষ্টি হয়েছে বৈদিক সাহিত্য । খ্রিস্টপূর্ব ১৫০০-১০০০ অব্দের মধ্যে বৈদিক সাহিত্য রচিত হয়েছিল বলে মনে করা হয় । প্রাচীন ঋষিরা একে ঈশ্বরের কাছ থেকে শ্রুত সাহিত্য বলে অভিহিত করেছেন । প্রথম দিকে বেদ লিখিত অবস্থায় ছিল না । বংশ পরম্পরায় গুরুর কাছ থেকে শুনে শুনে শিষ্যরা একে মনে রাখত বলে বেদের অপর নাম ‘ শ্ৰুতি ‘ । 

আরো পড়ুন : বেদ কয় প্রকার ও কি কি

ঋক বৈদিক যুগের প্রধান দেবদেবী

ঋক বৈদিক যুগে আর্যদের ধর্মীয় জীবন

error: Content is protected !!