ঋক বৈদিক যুগের প্রধান দেবদেবী

ঋক বৈদিক যুগের প্রধান দেবদেবী

ঋক বৈদিক যুগের প্রথম দিকে আর্যদের প্রধান দুই দেবদেবী ছিলেন দৌঃপৃথ্বী — দৌঃ ছিলেন আকাশের দেবতা , তাঁকে দেবতাদের পিতা এবং পৃথ্বীকে সমস্ত দেবতা ও প্রাণীকুলের মাতা বলে মনে করা হত । পরবর্তীকালে এঁরা দুজনেই গুরুত্ব হারান এবং এঁদের স্থান গ্রহণ করেন ইন্দ্র , অগ্নি বরুণের মতো দেবতারা ।  

ঋক বৈদিক যুগের দেবীদের মধ্যে অদিতি , পৃথিবী , ঊষা , রাত্রি , অরণ্যানীসরস্বতীর নাম করা যায় । ঋক বৈদিক দেবতাদের দুটি শ্রেণিতে বিভক্ত করা যায় —

বাসস্থানের বিচারে দেবতাদের শ্রেণিবিভাগ

দ্যুলোক বা আকাশের দেবতা— দৌঃ , বরুণ , মিত্র , সূর্য , বিষ্ণু ; 

অন্তরিক্ষ বা বায়ুমণ্ডলের দেবতা — ইন্দ্র , পর্জন্য , রুদ্র , মরুৎ ;  

ভূলোক বা পৃথিবীর দেবতা — অগ্নি ও সোম । 

স্তোত্র সংখ্যার বিচারে দেবতাদের শ্রেণিভাগ

ঋগ্বেদে সব দেবতার উদ্দেশে সমান সংখ্যক স্তোত্র উৎসর্গ করা হয়নি ; উৎসর্গীকৃত স্তোত্র সংখ্যার বিচারে দেবতাদের ক্রমপর্যায়গুলি হল এইরকম— 

ইন্দ্র : যুদ্ধের দেবতা রূপে ইনি দেবতাদের অসুরদের হাত থেকে রক্ষা করেন এবং আবহ দেবতা হিসেবে পৃথিবীতে বৃষ্টি ও আলো এনে ধরিত্রীকে রক্ষা করেন ; 

অগ্নি : দেবতা ও মানুষের মধ্যে সংযোগরক্ষাকারী এই দেবতা যজ্ঞে পূজিত হন ; 

বরুণ : ইনি পাপ-পুণ্যের ধারক ও বিশ্বব্রহ্মাণ্ডের শৃঙ্খলারক্ষাকারী দেবতা ; 

সোম : সোম নামক মাদক লতাগুল্মের দেবতা ইনি । 

এ ছাড়া ঋক বৈদিক অন্যান্য দেবতাদের মধ্যে মিত্র , মরুৎ , পর্জন্য , সূর্য , যম , বায়ু এবং রুদ্র প্রমুখের নাম করা যায় ।

রো পড়ুন : বৈদিক যুগের ধর্মীয় জীবন

ঋক বৈদিক যুগে আর্যদের ধর্মীয় জীবন

error: Content is protected !!