একবীজপত্রী বীজ ও দ্বিবীজপত্রী বীজের পার্থক্য
একবীজপত্রী বীজ ও দ্বিবীজপত্রী বীজের পার্থক্য
একবীজপত্রী বীজ ও দ্বিবীজপত্রী বীজের মধ্যে পার্থক্যগুলি হলㅡ
একবীজপত্রী বীজ :
1. একটি বীজপত্র থাকে ।
2. বীজত্বক ও ফলত্বক যুক্ত থাকে ।
3. বীজ সাধারণত সস্যল হয় ।
4. বীজপত্র পাতলা হয় ।
5. বীজপত্র ভ্রূণাক্ষের একপাশে থাকে ।
6. ভ্রূণমুকুলাবরণী ও ভ্রূণমূলাবরণী থাকে ।
দ্বিবীজপত্রী বীজ :
1. দুটি বীজপত্র থাকে ।
2. বীজত্বক ও ফলত্বক পৃথক থাকে ।
3. বীজ সাধারণত অসস্যল হয় ।
4. বীজপত্র মোটা হয় ।
5. ভ্রূণাক্ষ বীজপত্রের মধ্যে থাকে ।
6. ভ্রূণমুকুলাবরণী ও ভ্রূণমূলাবরণী থাকে না ।
আরো পড়ুন : কৃত্রিম বীজ কাকে বলে