জীবন বিজ্ঞান

ধান গাছ ও মটর গাছের পার্থক্য

ধান গাছ  ও মটর গাছের পার্থক্য

ধান গাছ  ও মটর গাছের মধ্যে পার্থক্যগুলি হল 一

ধান গাছ :

i. মূল অস্থানিক মূল ( গুচ্ছমূল ) ।

ii. কান্ড বেলনাকার , পর্ব ও পর্বমধ্যযুক্ত , পর্বমধ্য ফাঁপা এবং পর্ব নিরেট । শাখাহীন বীরুৎ প্রকৃতির । 

iii. পাতা একক পত্র , একান্তরভাবে বিন্যস্ত , সরল , কাণ্ডবেষ্টকযুক্ত , রেখাকার , সমান্তরাল শিরাবিন্যাস যুক্ত । পুষ্পবিন্যাস – অনুমঞ্জরি বা স্পাইকলেট ।

iv. ফুল অসমাঙ্গ , উভলিঙ্গ , ফুল লেমা ও পেলিয়া দিয়ে আবৃত । 

v. বৃতি ও দল থাকে না পরিবর্তে পুষ্পপুট আছে । 

vi. দলমন্ডল থাকে না । 

vii. পুংস্তবক 6 টি পুংকেশর ( 3 + 3 ) , পরাগধানী দু – প্রকোষ্ঠযুক্ত । 

viii. স্ত্রীস্তবক গর্ভপত্র 1 টি , গর্ভাশয় অধিগর্ভ , গর্ভমুণ্ড 2 টি এবং পক্ষল । 

ix. ফল ক্যারিওপসিস প্রকৃতির । 

x. বীজ একবীজপত্রী , সস্যল ।

মটর গাছ :

i. মূল স্থানিক মূল ( প্রধান মূল ও শাখাপ্রশাখা মূল ) । 

ii. দুর্বল কাণ্ডবিশিষ্ট , লতানো , পর্ব ও পর্বমধ্য যুক্ত ও বীরুৎ শ্রেণির এবং শাখাপ্রশাখা যুক্ত । 

iii. পাতা সচূড় পক্ষল যৌগপত্র , শীর্ষের পত্রবৃন্তগুলি আকর্ষে রূপান্তরিত , পত্রবিন্যাস একান্তর এবং শিরাবিন্যাস জালিকাকার । পুষ্পবিন্যাস – রেসিম ।

iv. ফুল অসমাঙ্গ , উভলিঙ্গ , ফুলগুলি উজ্জ্বল বর্ণের সম্পূর্ণ ও গর্ভকটি । 

v. বৃতি পাঁচটি বৃত্যংশ নিয়ে গঠিত , মুকুল পত্রবিন্যাস ভালভেট । 

vi. দলমন্ডল পাঁচটি , প্রজাপতিসম , এখটি ধ্বজা , দুটি নৌকা , দুটি পক্ষ নিয়ে গঠিত । 

vii. 10 টি পুংকেশর , দ্বিগুচ্ছ ( 9 +1 ) পরাগধানী দু – প্রকোষ্ঠযুক্ত এবং পাদলগ্ন । 

viii. গর্ভপত্র -1 টি , গর্ভাশয় অধিগর্ভ , গর্ভমুণ্ড একটি এবং পক্ষল । 

ix. ফল শুষ্ক বিদারী , লেগিউম । 

x. বীজ দ্বিবীজপত্রী অসস্যল ।

আরো পড়ুন : দলমন্ডল কাকে বলে

ফুলের বৃতি কাকে বলে

একটি আদর্শ পাতার বিভিন্ন অংশ

পাতা কাকে বলে

একটি আদর্শ মূলের বিভিন্ন অংশ

error: Content is protected !!