জীবন বিজ্ঞান

অণুবিস্তারণ এর গুরুত্ব

অণুবিস্তারণ এর গুরুত্ব 

বর্তমানে কৃষিবিদ্যা ও উদ্যানবিদ্যায় অণুবিস্তারণের ব্যবহার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । নীচে কয়েকটি উল্লেখ করা হল— 

i . রোগজীবাণু মুক্ত উদ্ভিদ সৃষ্টি অণুবিস্তারণ পদ্ধতির সাহায্যে অসংখ্য অর্থনৈতিক গুরুত্বপূর্ণ উদ্ভিদ প্রজাতি থেকে রোগজীবাণু মুক্ত করা সম্ভব হয়েছে । ভাইরাস , মাইকোপ্লাজমা , ব্যাকটেরিয়া , ছত্রাক প্রভৃতির সংক্রমণের ফলে যে ক্ষতি ঘটে থাকে তার হাত থেকে অব্যাহতি পাওয়া যায় । 

ii. অণুবিস্তারণের মাধ্যমে সৃষ্ট ক্ষুদ্র উদ্ভিদ ( plantlet ) মাতৃ উদ্ভিদের বৈশিষ্ট্যগুলি সংরক্ষণে সাহায্য করে । 

iii. যেসব প্রয়োজনীয় উদ্ভিদের জনন ধীরগতিতে সম্পন্ন হয় , এই পদ্ধতির সাহায্যে সেইসব উদ্ভিদের জিনোটাইপ দ্রুতহারে ঘটানো সম্ভব । 

iv. এই পদ্ধতির প্রয়োগে বিভিন্ন ফসলি উদ্ভিদের ফলন বৃদ্ধি ঘটানো সম্ভব হয়েছে । 

v. মূল্যবান কাষ্ঠল উদ্ভিদের ( সেগুন , শাল , ইউক্যালিপটাস প্রভৃতি ) বংশ বিস্তার দ্রুততর করা সম্ভব হয়েছে । 

vi. ভেষজ উদ্ভিদের ক্ষেত্রেও প্রভৃতি উন্নতি সাধন ঘটানো হয়েছে । এই প্রকার উদ্ভিদের মধ্যে Rauvolfia , Digitalis , Dioscorea ইত্যাদি প্রধান । 

vii. ভ্রূণ পালনের মাধ্যমে বীজের সুপ্তদশা অতিক্রম করা যায় আবার ক্ষেত্র বিশেষে বীজের সুপ্তদশা দীর্ঘস্থায়ী করা যায় । 

viii. ভ্রূণ পালনের দ্বারা বার্লি , রাই প্রভৃতি উদ্ভিদের সংকর প্রজাতির সৃষ্টি সম্ভব হয়েছে । 

ix. অণু বিস্তারণের মাধ্যমে সৃষ্ট উদ্ভিদ সতেজ ও গুণ সম্পন্ন হয় । 

x. অধিক মাত্রায় সঞ্চয় ও সংরক্ষণের মাধ্যমে কৃষিবিদ্যা ও উদ্যানবিদ্যার সঠিক মান ও ধারা বজায় রাখতে এই পদ্ধতি উল্লেখযোগ্য ভূমিকা পালনে সক্ষম ।

আরো পড়ুন : অনুবিস্তার কাকে বলে

কৃষি বিপ্লব কাকে বলে

মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষা

মেন্ডেলের একসংকর জননের পরীক্ষা

error: Content is protected !!