সংকরায়ন কাকে বলে

সংকরায়ন কাকে বলে

যে পদ্ধতির সাহায্যে জিনগত বৈশিষ্ট্যে পৃথক দুই বা ততোধিক উদ্ভিদের মধ্যে কৃত্রিম উপায়ে যৌন জনন ঘটিয়ে উন্নততর বৈশিষ্ট্য যুক্ত অপত্য উদ্ভিদের সৃষ্টি করা হয় তাকে সংক্ররায়ণ বলে । 

সংকরায়ণ এর প্রকারভেদ

সংকরায়ণে অংশগ্রহণকারী জনিতৃ উদ্ভিদের ওপর নির্ভর করে সংকরায়ণ পদ্ধতি নিম্নলিখিত প্রকারের হয় 一

i. অন্তঃপ্রকার সংকরায়ণ ( Intravarietal hybridization ) : একই প্রকারভুক্ত ( variety ) দুটি ভিন্ন উদ্ভিদের মধ্যে সংকরায়ণ । 

ii. আন্তঃপ্রকার বা অন্তঃপ্রজাতি সংকরায়ণ ( Intervarietal or Intraspecific hybridization ) : একই প্রজাতিভুক্ত দুটি ভিন্ন প্রকার উদ্ভিদের মধ্যে সংকরায়ণ । 

iii. আন্তঃপ্রজাতি সংকরায়ণ ( Interspecific hybridization ) : এটি গণের অন্তর্ভুক্ত দুটি ভিন্ন প্রজাতির উদ্ভিদের মধ্যে সংকরায়ণ । 

iv. আন্তঃগণ সংকরায়ণ ( Intergeneric hybridization ) : দুটি ভিন্ন গণভুক্ত উদ্ভিদের মধ্যে সংকরায়ণ । 

v. অন্তঃমুখী সংকরায়ণ ( Introgressive hybridization ) : এইপ্রকার সংকরায়ণে ব্যাকক্রসের মাধ্যমে একটি প্রজাতির জিন অন্য প্রজাতির জিন দিয়ে প্রতিস্থাপিত হয় । 

vi. সম্মিলিত সংকরায়ণ ( Transgressive hybridization ) : এইপ্রকার সংকরায়ণে দুটি জনিতৃ উদ্ভিদের পছন্দ মতো জিনগুলি নিয়ে আলাদা বৈশিষ্ট্য যুক্ত অপত্য উদ্ভিদ তৈরি হয় ।

সংকরায়ণের উদ্দেশ্য ( Aims of hybridization ) 

i. একটি অপত্য উদ্ভিদে সবরকম উন্নত বৈশিষ্ট্যগুলির সমাবেশ ঘটানো । 

ii. অধিক মাত্রায় জিনগত প্রকরণ তৈরি করা । 

iii. হাইব্রিড ভিগর ( Hybrid vigour ) সম্পন্ন উদ্ভিদগুলি সৃষ্টি করা । 

কৃষি শস্যের উন্নতি সাধনের জন্য উপরে উল্লিখিত পদ্ধতিগুলি ছাড়াও বর্তমানে মিউটেশন ব্রিডিং , পলিপ্লয়েডি , কলাকৰ্ষণ পদ্ধতি ও DNA পুনঃসংযোজন প্রযুক্তি ( DNA recombinant technology ) অবলম্বন করা হয় । এই প্রসঙ্গে ট্রান্সজেনিক তামাক , তুলো টম্যাটো , গম , আলু প্রভৃতির ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে । 

আরো পড়ুন : জিন কাকে বলে

ডিএনএ কাকে বলে

যৌন জনন কাকে বলে

একটি আদর্শ ক্রোমোজোমের গঠন

error: Content is protected !!