এমব্রয়েড কী
এমব্রয়েড কী
কলাকর্ষণ মাধ্যমে অঙ্গজ কোশ পালন করে তা থেকে ভ্রূণ সৃষ্টি করা যায় , এইপ্রকার ভ্রূণকে এমব্রয়েড ( embryoid ) বলে ।
সাধারণত কর্ষণ মাধ্যমে অক্সিনের ( 2,4 – D ) উচ্চ ঘনত্ব এমব্রয়েড সৃষ্টিতে উদ্দীপনা জোগায় । এভাবে গাজর , অর্কিড , ধান প্রভৃতি উদ্ভিদে এমব্রয়েড সৃষ্টি করা সম্ভব হয়েছে ।
আরো পড়ুন : অঙ্গজ জনন কাকে বলে