কৃত্রিম বীজ কাকে বলে
কৃত্রিম বীজ কাকে বলে
সজীব প্রাকৃতিক বীজের ন্যায় গঠন যা কৃত্রিমভাবে জিলেটিন আবরণ ( এমব্রয়েডের ওপর সোডিয়াম অ্যালজিনেট ) আবরণী দিয়ে তৈরি করা হয় তাকে কৃত্রিম বীজ ( artificial seed ) বলে । কৃত্রিম বীজ মাটিতে পুঁতে জল দিলে জিলেটিনের আবরণী গলে যায় এবং নতুন চারাগাছ জন্মায় ।

মার্কিন বিজ্ঞানী মুরাসিগে ( Murashige , 1977 ) প্রথম কৃত্রিম বীজ সৃষ্টির ধারণা দেন । বর্তমানে ধান , ভুট্টা , সরষে প্রভৃতি কৃষিজ ফসলে কৃত্রিম বীজ সৃষ্টিতে সাফল্য পাওয়া গেছে ।
কৃত্রিম বীজের গুরুত্ব ( Importance of artificial seed )
i. কৃত্রিম বীজ অল্প সময়ে তৈরি করা যায় ।
ii. কৃত্রিম বীজ সৃষ্টি কোনো বিশেষ ঋতু নির্ভর নয় ।
iii. মিয়োসিস বিভাজনের ফলে জিন সংযুক্তিগত পরিবর্তনের সম্ভাবনা থাকে না ।
iv. কৃত্রিম বীজ থেকে প্রকৃত বীজের বীজত্বক , সস্যকলা প্রভৃতির গুরুত্ব বোঝা যায় । প্রায় এক বছর পর্যন্ত সংরক্ষণ করা যায় ।
v. যথেষ্ট সংখ্যায় কৃষি গুরুত্বপূর্ণ ফসলের কৃত্রিম বীজ সৃষ্টিতে সাফল্য পাওয়া গেছে ।
আরো পড়ুন : বীজ কাকে বলে