প্রকৃত ফল ও অপ্রকৃত ফলের মধ্যে পার্থক্য
প্রকৃত ফল ও অপ্রকৃত ফলের মধ্যে পার্থক্য
প্রকৃত ফল ও অপ্রকৃত ফলের মধ্যে পার্থক্যগুলি হল—
প্রকৃত ফল :
1. ফুলের শুধুমাত্র গর্ভাশয় বা ডিম্বাশয় ফল গঠন করে ।
2. গর্ভশয় বৃতি , পুষ্পাক্ষ বা মঞ্জুরি পত্রাবরণী দিয়ে আবৃত থাকে না ।
3. ফলের ভোজ্য অংশ ফলত্বক , বীজ প্রভৃতি ।
4. উদাহরণ— আম , কলা , পেঁপে প্রভৃতি ।
অপ্রকৃত ফল :
1. ফুলের গর্ভাশয় ছাড়া অন্যান্য অংশ , যেমন — পুষ্পাক্ষ , বৃতি , দলমন্ডল ইত্যাদিও ফল গঠনে অংশগ্রহণ করে । অনেক সময় পুষ্পমঞ্জরিও ফলে রূপান্তরিত হয় ।
2. গর্ভাশয় বৃতি , পুষ্পাক্ষ বা মঞ্জুরি পত্রাবরণী দিয়ে আবৃত থাকে ।
3. সাধারণত বৃতি , পুষ্পাক্ষ বা মঞ্জুরি পত্রাবরণী ফলের ভোজ্য অংশ ।
4. উদাহরণ— চালতা , আপেল , আনারস প্রভৃতি ।
আরো পড়ুন : ফল কাকে বলে