জীবন বিজ্ঞান

সরল ফল ও যৌগিক ফলের পার্থক্য

সরল ফল ও যৌগিক ফলের পার্থক্য

সরল ফল ও যৌগিক ফলের মধ্যে পার্থক্যগুলি হলㅡ

সরল ফল 

1. একটি ফুলের এক বা একাধিক সংযুক্ত ডিম্বাশয় থেকে ফল উৎপন্ন হয় ।

2. একটি ফুল থেকে একটি ফল সৃষ্টি হয় । 

3. ফল শুষ্ক বা রসালো হতে পারে । 

4. ফল প্রকৃত ও অপ্রকৃত হতে পারে । 

5. উদা : আম , জাম , আপেল ।

যৌগিক ফল :

1. একটি অসম্পূর্ণ পুষ্পমঞ্জরি ফলে পরিণত হয় । 

2. পুষ্পমঞ্জরির সব ফুল থেকে একটি ফলের সৃষ্টি হয় । 

3. ফল সাধারণত রসালো হয় । 

4. ফল অপ্রকৃত প্রকৃতির । 

5. উদা : কাঁঠাল , আনারস , ডুমুর ।

আরো পড়ুন : প্রকৃত ফল কাকে বলে

একটি আদর্শ ফলের গঠন

ফল কাকে বলে

স্বাভাবিক ফল ও পার্থেনোকার্পিক ফলের পার্থক্য

পার্থেনোকার্পিক ফল কাকে বলে

error: Content is protected !!