প্রকৃত ফল কাকে বলে
Contents
প্রকৃত ফল কাকে বলে
যেসব ফুলে শুধুমাত্র ডিম্বাশয়টি ফল গঠন করে অথবা কেবল ডিম্বাশয় পরিবর্তিত হয়ে যে ফলের সৃষ্টি হয় তাদের প্রকৃত ফল ( True Fruit ) বলে । ফুলের অন্য কোনো অংশ প্রকৃত ফলের সঙ্গে যুক্ত থাকে না ।
প্রকৃত ফল এর উদাহরণ :
আম , জাম , পেয়ারা , পেঁপে , শশা প্রভৃতি ।
প্রকৃত ফলের প্রকারভেদ
প্রকৃত ফলকে প্রধানত তিন ভাগে ভাগ যায় । যথা – ( ১ ) সরল বা একক ফল , ( ২ ) গুচ্ছিত ফল ও ( ৩ ) যৌগিক ফল ।
সরল বা একক ফল কাকে বলে
একটি ফুলের এক বা একাধিক যুক্তগর্ভপত্রী ( syncarpous ) ডিম্বাশয় থেকে উৎপন্ন ফলকে সরল বা একক ফল ( Simple fruit ) বলে ।
সরল বা একক ফলের উদাহরণ — আম , জাম , টম্যাটো , ছোলা , ধান , গম , লিচু ইত্যাদি ।
সরল ফল দুই ধরণের হয় । যথা – ( ১ ) নীরস ফল ও ( ২ ) সরস ফল ।
সরল ফল রসালো অথবা শুকনো হয় । শুকনো ফলকে নীরস ( Dry ) ফল বলে । উদাহরণ— ধান , গম ইত্যাদি ।
রসালো ফলকে সরস ( Fleshy ) ফল বলা হয় । উদাহরণ— আম , জাম , আপেল , শশা ইত্যাদি ।
গুচ্ছিত ফল কাকে বলে
একটি ফুলের মুক্তগর্ভপত্রী গর্ভাশয়ের প্রতিটি ডিম্বাশয় থেকে একটি করে ফল যখন গুচ্ছাকারে উৎপন্ন হয় তখন তাকে গুচ্ছিত ফল ( Aggregate fruit ) বলে । গুচ্ছিত ফলের এক একটি একককে ফ্রুটলেট ( Fruitlet ) বলে এবং ফলের গুচ্ছকে একসঙ্গে ইটারিও ( Etario ) বলা হয় ।
গুচ্ছিত ফলের উদাহরণ — আতা ( Annona squamosa ) , স্ট্রবেরি (Fragaria vesca ) ইত্যাদি ।
যৌগিক ফল কাকে বলে
যখন সমগ্র পুষ্পমঞ্জরী পরিবর্তিত হয়ে একটি ফলে পরিণত হয় অর্থাৎ সম্পূর্ণ পুষ্পমঞ্জরি ফল গঠন করলে তখন তাকে যৌগিক ফল ( Composite or Multiple fruit ) বলে । এই ফলের ক্ষেত্রে পুষ্পবিন্যাসের সব অংশ অর্থাৎ ফুল ও মঞ্জরিদন্ড ও অন্যান্য অংশ একত্রে একটি ফল গঠন করে ।
যৌগিক ফলের উদাহরণ — আনারস , কাঁঠাল , ডুমুর প্রভৃতি ।
আরো পড়ুন : একটি আদর্শ ফলের গঠন