পার্থেনোকার্পিক ফল কাকে বলে

পার্থেনোকার্পিক ফল কাকে বলে  

যে ফলের ডিম্বাশয় নিষিক্ত না হয়ে ফল গঠন করে অর্থাত যেসব ফলের নিষেক ঘটে না , তবুও ডিম্বাশয় ফলে পরিণত হয় তাদের পার্থেনোকার্পিক ফল ( Parthenocarpic Fruit ) বলে । 

পরিবেশে কখনো কখনো আমরা স্বাভাবিক ভাবে পার্থেনোকার্পিক ফল দেখতে পাই । আধুনিক কৃষিবিজ্ঞানীরা হরমোন NAA ( ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড ) , IBA ( ইনডোল বিউটারিক অ্যাসিড ) প্রয়োগ করে কৃত্রিম পদ্ধতিতে এই প্রকার ফল সৃষ্টি করেন । পার্থেনোকার্পিক ফলে কোনো বীজ হয় না । 

পার্থেনোকার্পিক ফলের উদাহরণ :

কলা ( Musa ) , পেঁপে ( Carica ) , আঙুর ( Vitis ) , বেগুন ( Solunum ) , লেবু ( Citrus ) প্রভৃতি ।

আরো পড়ুন : ফল কাকে বলে

error: Content is protected !!