ভৌত বিজ্ঞান

ফল কাকে বলে

Contents

ফল কাকে বলে

উদ্ভিদের নিষিক্ত , পরিণত ও পরিপক্ব বা পরিণত বীজ পূর্ণ ডিম্বাশয়কে ফল বলে ।

ফলের প্রকারভেদ

উৎপত্তি অনুসারে ফল প্রধানত দুই প্রকারের ।  যথা – ( ১ )  প্রকৃত ফল এবং ( ২ ) অপ্রকৃত ফল  ।

প্রকৃত ফল কাকে বলে :

যেসব ফুলে শুধুমাত্র ডিম্বাশয়টি ফল গঠন করে অথবা কেবল ডিম্বাশয় পরিবর্তিত হয়ে যে ফলের সৃষ্টি হয় তাদের প্রকৃত ফল ( True Fruit ) বলে । ফুলের অন্য কোনো অংশ প্রকৃত ফলের সঙ্গে যুক্ত থাকে না । 

প্রকৃত ফল এর উদাহরণ :

আম , জাম , পেয়ারা , পেঁপে , শশা প্রভৃতি । 

অপ্রকৃত ফল কাকে বলে  : 

যেসব ফুলে ডিম্বাশয় ছাড়া অন্যান্য অংশ , যেমন— পুষ্পাক্ষ , বৃতি , দলমন্ডল প্রভৃতি ফলের সঙ্গে যুক্ত থাকে তাদের অপ্রকৃত ফল ( False fruit ) বলে । তা ছাড়া অনেক সময় পুষ্পমঞ্জরিও ফল গঠন করে । 

অপ্রকৃত ফল এর উদাহরণ : 

আপেলের পুষ্পাক্ষ , চালতার বৃতি , কাঠাল ও আনারসের পুষ্পমঞ্জরি ফল গঠনে অংশগ্রহণ করে ।

আরো পড়ুন : পুষ্পবিন্যাস কাকে বলে

সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়া

পুষ্প প্রতীক কাকে বলে

পুষ্পপুট কাকে বলে

error: Content is protected !!