ধাতব পরিবাহী ও তড়িৎ বিশ্লেষ্য এর পার্থক্য

ধাতব পরিবাহী ও তড়িৎ বিশ্লেষ্য এর পার্থক্য

ধাতব পরিবাহী ও তড়িৎ বিশ্লেষ্য এর মধ্যে পার্থক্যগুলি হল ㅡ

ধাতব পরিবাহী :

1. তড়িৎ প্রবাহিত হলে এদের মধ্যে কোনো রাসায়নিক পরিবর্তন ঘটে না । 

2. ধাতব পরিবাহীতে মুক্ত ইলেকট্রন তড়িৎ পরিবহন করে ।

3. তড়িৎ প্রবাহের সময় ধাতব পরিবাহীর কোনো অংশের স্থানান্তর হয় না । 

4. উষ্ণতা বাড়লে ধাতুর রোধ বাড়ে , ফলে তড়িৎ পরিবাহিতা কমে । 

5. কঠিন অবস্থায় তড়িৎ পরিবহনে সক্ষম ।

তড়িৎ বিশ্লেষ্য :

1. তড়িৎ প্রবাহিত হওয়ার সময় রাসায়নিক বিয়োজন ঘটে নতুন পদার্থ উৎপন্ন হয় । 

2. তড়িৎ বিশ্লেষ্যে আয়ন তড়িৎ পরিবহন করে । 

3. তড়িৎ প্রবাহের সময় আয়ন পরিবাহিত হয় । 

4. উষ্ণতা বাড়লে তড়িৎ বিশ্লেষ্যের রোধ কমে , ফলে তড়িৎ পরিবাহিতা বাড়ে । 

5. গলিত বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহনে সক্ষম ।

আরো পড়ুন : তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে

তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ কাকে বলে

তড়িৎ পরিবাহী কাকে বলে

তড়িৎ অপরিবাহী কাকে বলে

error: Content is protected !!