তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ কাকে বলে

তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ কাকে বলে 

যেসব যৌগিক পদার্থ গলিত অবস্থায় বা দ্রাবকে দ্রবীভূত অবস্থায় আয়নে বিশ্লিষ্ট হয় না এবং তড়িৎ পরিবহনেও অক্ষম , তাদের তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ বলে । 

সাধারণত সমযোজী যৌগগুলি তড়িৎ অবিশ্লেষ্য হয় । 

তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের উদাহরণ : 

চিনি , বেঞ্জিন , অ্যালকোহল , স্টার্চ , কেরোসিন , বিশুদ্ধ জল ইত্যাদি ।

আরো পড়ুন : তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে

তড়িৎ অপরিবাহী কাকে বলে

তড়িৎযোজী যৌগ ও সমযোজী যৌগের পার্থক্য

তড়িৎযোজী যৌগ কাকে বলে

তড়িৎযোজী বন্ধন কাকে বলে

তড়িৎ যোজ্যতা কাকে বলে

error: Content is protected !!