তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে

তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে 

যেসব যৌগিক পদার্থ গলিত অবস্থায় বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় আয়নে বিশ্লিষ্ট হয় এবং ওই অবস্থায় তড়িৎ পরিবহনে সক্ষম , অর্থাৎ যে সব পদার্থ জলে দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে এবং তার ফলে রাসায়নিকভাবে বিশ্লিষ্ট হয়ে নতুন ধর্ম বিশিষ্ট অন্য পদার্থ উৎপন্ন করে তাদের তড়িদ বিশ্লেষ্য পদার্থ বলে ।

তড়িৎ পরিবহনের ফলে পদার্থগুলি বিশ্লিষ্ট হয়ে ভিন্ন ধর্মের নতুন পদার্থ উৎপাদন করে । সাধারণত তড়িৎযোজী যৌগগুলি তড়িৎ বিশ্লেষ্য হয় ।

তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ : 

সালফিউরিক অ্যাসিড (H2SO4) , হাইড্রোক্লোরিক অ্যাসিড (HCl), নাইট্রিক অ্যাসিডের জলীয় দ্রবণ (HNO3) ; কস্টিক সোডা (NaOH) , কস্টিক পটাশ (KOH) ইত্যাদি ক্ষার ; সোডিয়াম ক্লোরাইড (NaCl) , কপার সালফেট (CuSO4), সিলভার নাইট্রেট (AgNO3)ইত্যাদি লবণ ।

আরো পড়ুন : তড়িৎ অপরিবাহী কাকে বলে

তড়িৎযোজী যৌগ ও সমযোজী যৌগের পার্থক্য

তড়িৎযোজী যৌগ কাকে বলে

তড়িৎযোজী বন্ধন কাকে বলে

তড়িৎ যোজ্যতা কাকে বলে

error: Content is protected !!