পারমাণবিক পুনর্বিন্যাস বিক্রিয়া কাকে বলে
পারমাণবিক পুনর্বিন্যাস বিক্রিয়া কাকে বলে
যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো যৌগিক পদার্থের অণু মধ্যস্থিত পরমাণুগুলি নিজেদের অপরিবর্তিত রেখে , নতুন ভাবে বিন্যস্ত হয়ে সম্পূর্ণ পৃথক ধর্ম বিশিষ্ট নতুন যৌগিক পদার্থের অণু গঠন করে , অর্থাৎ যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো যৌগ অণুর মধ্যস্থিত পরমাণুগুলির পুনর্বিন্যাস ঘটে এবং ভিন্ন ধর্মের নতুন যৌগের অণু গঠিত হয় তাকে পারমাণবিক পুনর্বিন্যাস বিক্রিয়া বা পারমাণবিক পুনর্গঠন বিক্রিয়া ( Rearrangement of atoms ) বলে ।
সাধারণত জৈব যৌগের মধ্যে এই রকম বিক্রিয়া ঘটে ।
পারমাণবিক পুনর্বিন্যাস বিক্রিয়ার উদাহরণ :
অ্যামোনিয়াম সায়ানেটকে ( NH4CNO ) উত্তপ্ত করলে অ্যামোনিয়াম সায়ানেট অণুর মধ্যস্থিত পরমাণুগুলি নতুনভাবে সজ্জিত হয়ে ইউরিয়া [ CO( NH2 )2 ] উৎপন্ন করে ।
NH4CNO = CO (NH2)2