প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে

প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে 

যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো যৌগিক পদার্থের অণুর মধ্যস্থ এক বা একাধিক পরমাণুকে প্রতিস্থাপিত করে অন্য কোনো মৌলের পরমাণু সেই স্থান দখল করে , অর্থাৎ যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো যৌগিক পদার্থের অণুর মধ্যে অবস্থিত এক বা একাধিক পরমাণু বা মূলককে সরিয়ে অন্য কোনো মৌলিক পদার্থের পরমাণু সেই স্থান দখল করে তখন তাকে প্রতিস্থাপন বিক্রিয়া ( Substitution ) বলে । 

প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ :

( i ) জিঙ্ক ও কপার সালফেটের বিক্রিয়ায় জিঙ্ক ধাতু কপার সালফেট যৌগের কপার পরমাণুকে প্রতিস্থাপিত করে নিজে এই জায়গা দখল করে জিঙ্ক সালফেট গঠন করে এবং ধাতব কপার অধঃক্ষিপ্ত হয় । 

Zn + CuSO4 = ZnSO4 + Cu ↓

( ii ) কপার সালফেট দ্রবণের মধ্যে লোহার ছুরি ডোবালে ছুরির গায়ে তামার আস্তরণ পড়ে । এখানে CuSO4 এর Cu পরমাণুকে সরিয়ে লোহার পরমাণু সেই স্থান দখল করে ।

CuSO4 + Fe = FeSO4 + Cu 

( iii ) H2SO4 এর সঙ্গে জিঙ্ক যোগ করলে বুদবুদ আকারে বর্ণহীন ও গন্ধহীন হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় । এখানে H2SO4 এর H2 পরমাণুকে সরিয়ে জিঙ্ক সেই স্থান দখল করে । 

H2SO4 + Zn = ZnSO4 + H2

error: Content is protected !!