যুত বিক্রিয়া কাকে বলে
যুত বিক্রিয়া কাকে বলে
যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থের অণু অপর কোনো মৌলিক বা যৌগিক পদার্থের অণুর সঙ্গে সরাসরি যুক্ত হয় এবং অপেক্ষাকৃত বড় একটি অণু গঠন করে , অর্থাৎ যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো যৌগের অণু অপর একটি পদার্থের অণুর সাথে সরাসরি যুক্ত হয়ে অণু গঠন করে এবং বিক্রিয়াকারী অণু দুটির কোনো অংশই বিশ্লিষ্ট হয় না তাকে যুত বিক্রিয়া ( Addition ) বলে ।
সাধারণত অসম্পৃক্ত যৌগের ক্ষেত্রে এই রকম বিক্রিয়া ঘটে ।
যুত বিক্রিয়ার উদাহরণ :
কার্বন মনোক্সাইড যৌগ ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়ে কার্বনিল ক্লোরাইড উৎপন্ন করে । এখানে কার্বনিল ক্লোরাইড ( COCl2 ) যুক্ত যৌগ ।
CO + Cl2 = COCl2