জারণ বিজারণ বিক্রিয়া কাকে বলে

জারণ বিজারণ বিক্রিয়া কাকে বলে 

যে রাসায়নিক বিক্রিয়ায় জারণ বিজারণ একই সঙ্গে ঘটে , অর্থাৎ যে রাসায়নিক বিক্রিয়ায় দুটি বিক্রয়াকারী পদার্থের মধ্যে একটি জারিত এবং অপরটি বিজারিত হয় তাকে জারণ বিজারণ বিক্রিয়া ( Oxidation reduction or redox ) বলে । 

জারণ বিজারণ বিক্রিয়ার উদাহরণ :

( i ) উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের ওপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করলে কিউপ্রিক অক্সাইড বিজারিত হয়ে ধাতব কপারে পরিণত হয় এবং হাইড্রোজেন জারিত হয়ে জলীয় বাষ্পে পরিণত হয় । 

CuO + H2 = Cu + H2

এখানে CuO বিজারিত হয়ে Cu উৎপন্ন করে এবং H2 জারিত হয়ে H2O উৎপন্ন করে । 

( ii ) H2S ও ব্রোমিন জলের বিক্রিয়ায় H2S জারিত হয় এবং Br2 বিজারিত হয় : 

H2S + Br2 = S + 2HBr

error: Content is protected !!