ভৌত বিজ্ঞান

প্রশমন বিক্রিয়া কাকে বলে

প্রশমন বিক্রিয়া কাকে বলে   

যে রাসায়নিক বিক্রিয়ায় একটি অ্যাসিড ও একটি ক্ষারের বিক্রিয়ার ফলে অ্যাসিড ও ক্ষারের ধর্ম সম্পূর্ণভাবে লোপ পেয়ে লবণ ও জল উৎপন্ন হয় । সেই বিক্রিয়াকে অ্যাসিড-ক্ষারক বিক্রিয়া বা প্রশমন বিক্রিয়া ( Neutralisation ) বলে । 

প্রশমন বিক্রিয়ার উদাহরণ :

হাইড্রোক্লোরিক অ্যাসিড ও সোডিয়াম হাইড্রক্সাইডের প্রশমন বিক্রিয়ায় সোডিয়াম ক্লোরাইড লবন ও জল উৎপন্ন হয় । 

HCl ( অ্যাসিড ) + NaOH ( ক্ষার ) = NaCl ( লবণ ) + H2O ( জল )

error: Content is protected !!