বিনিময় বিক্রিয়া কাকে বলে

বিনিময় বিক্রিয়া কাকে বলে

যে রাসায়নিক বিক্রিয়ায় দুটি যৌগিক পদার্থের উপাদানগুলি পরস্পরের মধ্যে স্থান বিনিময় করে নতুন নতুন পদার্থ গঠন করে , অর্থাৎ যে বিক্রিয়ায় বিক্রিয়াকারী অণুগুলির উপাদান মৌল ও মূলকগুলি পরস্পরের স্থান বিনিময় করে একাধিক নতুন অণু গঠন করে তাকে বিনিময় বিক্রিয়া বা দ্বৈত বিশ্লেষণ বিক্রিয়া ( Double decomposition or Mutual exchange ) বলে । 

এটি মূলত বিশ্লেষণসংযোগ বিক্রিয়ার সংযুক্ত পদ্ধতি । সাধারণত অ্যাসিড , ক্ষার ও লবণের ক্ষেত্রে এই রকম বিক্রিয়া ঘটে । 

বিনিময় বিক্রিয়ার উদাহরণ :

সোডিয়াম ক্লোরাইডের ক্লোরাইড মূলক এবং সিলভার নাইট্রেটের নাইট্রেট মূলক পরস্পর স্থান বিনিময় করে সিলভার ক্লোরাইড এবং সোডিয়াম নাইট্রেট উৎপন্ন করেছে । 

NaCl + AgNO3 = AgCl ↓+ NaNO3

error: Content is protected !!