বিয়োজন বিক্রিয়া কাকে বলে

বিয়োজন বিক্রিয়া কাকে বলে 

যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো যৌগিক পদার্থ ভেঙে একাধিক মৌলিক বা যৌগিক পদার্থে পরিণত হয় , অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ায় একটি পদার্থ বিয়োজিত বা বিশ্লেষিত হয়ে একাধিক সরল পদার্থ উৎপন্ন করলে তাকে বিশ্লেষণ বিক্রিয়া বা বিয়োজন বিক্রিয়া ( Decomposition ) বলে । 

বিয়োজন বিক্রিয়ার উদাহরণ :

( i ) ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে CaOCO2 উৎপন্ন হয় : 

CaCO3 = CaO + CO2

( ii ) কয়েক ফোঁটা অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণ করলে জলের অণু ভেঙে H2 এবং O2 অণু উৎপন্ন করে : 

2H2O = 2H2 + O2 

( iii ) সোডিয়াম নাইট্রেটকে উত্তপ্ত করলে এটি বিয়োজিত হয়ে সোডিয়াম নাইট্রাইট ও অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় । 

2NaNO3 = 2NaNO2 + O2

error: Content is protected !!