প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া কাকে বলে
প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া কাকে বলে
যে রাসায়নিক বিক্রিয়ায় একাধিক বিক্রিয়ক পদার্থের পরমাণু বা অণু সরাসরি যুক্ত হয়ে একটি নতুন পদার্থের অণু গঠন করে , অর্থাৎ দুই বা ততোধিক পদার্থ সরাসরি বিক্রিয়া করে যদি একটি মাত্র নতুন পদার্থ উৎপন্ন হয় তাহলে সেই বিক্রিয়াকে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া ( Direct combination ) বলে ।
প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়ার উদাহরণ :
( i ) কার্বনকে অক্সিজেনের মধ্যে পোড়ালে কার্বন ও অক্সিজেন সরাসরি যুক্ত হয়ে CO2 গঠন করে :
C + O2 = CO2
( ii ) জ্বলন্ত ম্যাগনেশিয়াম ধাতুর তার অক্সিজেন পূর্ণ জারে প্রবেশ করালে ম্যাগনেশিয়াম অক্সাইড গঠিত হয় ।
2Mg + O2 = 2MgO