রাসায়নিক সমীকরণ লেখার নিয়ম

রাসায়নিক সমীকরণ লেখার নিয়ম  

i. প্রথমে বিক্রিয়ক পদার্থগুলির অণুর সংকেত বাঁদিকে এবং বিক্রিয়াজাত পদার্থগুলির অণুর সংকেত ডানদিকে লিখে মাঝখানে একটি তির চিহ্ন ( → ) দেওয়া হয় । 

ii. বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের সংখ্যা একাধিক হলে ওদের সংকেতগুলির মধ্যে ‘ + ‘ চিহ্ন দিতে হয় । যেমন , পটাশিয়াম ক্লোরেট ( KClO3 ) কে উত্তপ্ত করলে পটাশিয়াম ক্লোরাইড ( KCl ) ও অক্সিজেন ( O2 ) গ্যাস পাওয়া যায় । সমীকরণটিকে অণুর সংকেতে লিখলে হয় – 

IMG ২০২২০৩২৪ ১৫১৯৩৯1

iii. সমীকরণে তির চিহ্নের উভয়দিকে প্রতি মৌলের পরমাণু সংখ্যা সমান রাখা দরকার । এজন্য বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থগুলির অণুর সংখ্যা প্রয়োজনমত বাড়িয়ে উভয়দিকে প্রতিটি মৌলের পরমাণুর সংখ্যা সমান করা হয় । এই অবস্থায় রাসায়নিক সমীকরণের সমতা বিধান হয় । উল্লিখিত সমীকরণটি— 

IMG ২০২২০৩২৪ ১৫১৯৩৯2

iv. এভাবে সমীকরণটির সমতা আনার পর সমতা যুক্ত সমীকরণটিতে ‘ → ’ চিহ্নের পরিবর্তে ‘ = ’ চিহ্ন দিয়ে সমীকরণ লেখা সম্পূর্ণ করা হয় । অতএব সমতা যুক্ত সঠিক সমীকরণটি— 

IMG ২০২২০৩২৪ ১৫১৯৩৯3

error: Content is protected !!