রাসায়নিক সমীকরণের তাৎপর্য
রাসায়নিক সমীকরণের তাৎপর্য
রাসায়নিক সমীকরণ থেকে নিম্নলিখিত বিষয়গুলি জানা যায় –
( i ) কোন পদার্থের সাথে কোন পদার্থের বিক্রিয়ায় কী কী পদার্থ উৎপন্ন হয় ।
( ii ) বিক্রিয়াকারী ও বিক্রিয়াজাত পদার্থগুলির অণু ও পরমাণুর সংখ্যা ।
( iii ) বিক্রিয়াকারী ও বিক্রিয়াজাত পদার্থগুলির ওজনগত অনুপাত ।
( iv ) বিক্রিয়াকারী ও বিক্রিয়াজাত পদার্থগুলি গ্যাসীয় হলে একই চাপ ও উষ্ণতায় তাদের আয়তনের অনুপাত জানা যায় ।
উদাহরণ হিসাবে দেখা যাক , 2H2 + O2 = 2H2O — এই সমীকরণ থেকে কী কী জানা যায় । এই সমীকরণ থেকে জানা যায় যে ,
( a ) হাইড্রোজেন ও অক্সিজেনের বিক্রিয়ায় জল উৎপন্ন হয় ।
( b ) 2 অণু ( বা 4 পরমাণু ) হাইড্রোজেন এবং 1 অণু ( বা 2 পরমাণু অক্সিজেন যুক্ত হয়ে 2 অণু জল উৎপন্ন করে ।
( c ) যেহেতু হাইড্রোজেন ও অক্সিজেনের পারমাণবিক গুরুত্ব যথাক্রমে 1 ও 16 , তাই উপরের সমীকরণ থেকে বলা যায় যে 4 ভাগ ওজনের হাইড্রোজেনের সাথে 32 ভাগ ওজনের অক্সিজেনের বিক্রিয়ায় 36 ভাগ ওজনের জল উৎপন্ন হয় ।
(d ) একই চাপ ও উষ্ণতায় 2 আয়তন হাইড্রোজেনের সাথে 1 আয়তন অক্সিজেন যুক্ত হয়ে 2 আয়তন জলীয় বাষ্প উৎপন্ন করে ।