ভৌত বিজ্ঞান

রাসায়নিক বিক্রিয়া একটি পারমাণবিক ঘটনা

রাসায়নিক বিক্রিয়া একটি পারমাণবিক ঘটনা 

রাসায়নিক বিক্রিয়ার সময় বিক্রিয়াকারী পদার্থের অণুগুলির কাঠামো ভেঙে প্রথমে বিভিন্ন পরমাণু বা পরমাণু জোট তৈরি হয় । পরে সেগুলি পরস্পরের সাথে বিভিন্নভাবে যুক্ত হয়ে নতুন কাঠামো এবং নতুন ধর্ম বিশিষ্ট অণু গঠন করে । 

কিন্তু রাসায়নিক বিক্রিয়ার আগে ও পরে পরমাণুর মোট সংখ্যা একই থাকে । রাসায়নিক বিক্রিয়ায় পরমাণুগুলি অবিভাজ্য কণার মতো আচরণ করে । সুতরাং রাসায়নিক বিক্রিয়ায় পদার্থের পরমাণুগুলি প্রধান ভূমিকা গ্রহণ করে । তাই বলা হয় যে , রাসায়নিক বিক্রিয়া হল একটি পারমাণবিক ঘটনা

error: Content is protected !!