ভৌত বিজ্ঞান

রাসায়নিক বিক্রিয়ার বৈশিষ্ট্য

রাসায়নিক বিক্রিয়ার বৈশিষ্ট্য 

( i ) রাসায়নিক বিক্রিয়ার ফলে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ উৎপন্ন হয় । 

( ii ) বিক্রিয়াকারী পদার্থগুলির মোট পরমাণু সংখ্যা এবং বিক্রিয়াজাত পদার্থগুলির মোট পরমাণু সংখ্যা সর্বদা সমান হয় । 

( iii ) রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়াকারী পদার্থগুলি সর্বদা একটি নির্দিষ্ট ওজন অনুপাতে পরস্পরের সাথে যুক্ত হয় । 

( iv ) রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়াকারী পদার্থের স্থায়ী পরিবর্তন ঘটে । 

( v ) রাসায়নিক বিক্রিয়ায় সর্বদা তাপের উদ্ভব বা শোষণ হয় । যে রাসায়নিক বিক্রিয়ায় তাপের উদ্ভব হয় তাকে তাপ উৎপাদক বা তাপমোচী বিক্রিয়া বলে । যেমন — অক্সিজেনের মধ্যে কয়লা পোড়ালে CO2 গ্যাস উৎপন্ন হয় এবং সাথে সাথে প্রচুর তাপ উৎপন্ন হয় । অতএব এটি একটি তাপ উৎপাদক বিক্রিয়া । যে রাসায়নিক বিক্রিয়ায় তাপের শোষণ হয় তাকে তাপ শোষক বা তাপগ্রাহী বিক্রিয়া বলে । যেমন— কার্বন ও সালফারের বিক্রিয়ায় কার্বন ডাই সালফাইড তৈরির সময় তাপ শোষিত হয় । সুতরাং এটি একটি তাপগ্রাহী বিক্রিয়া ।

error: Content is protected !!