ভৌত বিজ্ঞান

বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থ কাকে বলে

Contents

বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থ কাকে বলে

বিক্রিয়ক কাকে বলে

যে পদার্থগুলি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং বিক্রিয়ার ফলে পরিবর্তিত হয় তাদের বিক্রিয়ক বলে ।

বিক্রিয়াজাত পদার্থ কাকে বলে 

রাসায়নিক বিক্রিয়ার ফলে যেসব নতুন ধর্ম বিশিষ্ট পদার্থগুলি উৎপন্ন হয় , তাদের বিক্রিয়াজাত পদার্থ বলে । 

বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থ এর উদাহরণ :

অক্সিজেনের মধ্যে কার্বন বা কয়লা পোড়ালে কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হয় । এই কার্বন ডাই অক্সাইডের ধর্ম অক্সিজেন ও কার্বনের ধর্ম থেকে সম্পূর্ণ আলাদা । সুতরাং এটি একটি রাসায়নিক বিক্রিয়া । এখানে কার্বন ও অক্সিজেন হল বিক্রিয়াকারী পদার্থ এবং কার্বন ডাই অক্সাইড হল বিক্রিয়াজাত পদার্থ ।

error: Content is protected !!