ভৌত বিজ্ঞান

রাসায়নিক বিক্রিয়া কাকে বলে

Contents

রাসায়নিক বিক্রিয়া কাকে বলে  

যে প্রক্রিয়ায় এক বা একাধিক পদার্থের আণবিক গঠন পরিবর্তিত হয়ে ভিন্নধর্মী এক বা একাধিক নতুন পদার্থ উৎপন্ন হয় অর্থাৎ যে প্রক্রিয়া এক বা একাধিক পদার্থের রাসায়নিক পরিবর্তন ঘটায় এবং তার ফলে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট এক বা একাধিক পদার্থ উৎপন্ন হয় তাকে রাসায়নিক বিক্রিয়া ( Chemical reaction )  বলে । 

রাসায়নিক বিক্রিয়ায় শুধুমাত্র পরমাণুগুলি অংশগ্রহণ করে । এর ফলে পদার্থের অণুর গঠনের পরিবর্তন ঘটলেও পদার্থের মূল উপাদান এবং পরমাণু সংখ্যার কোনো পরিবর্তন ঘটে না ।

বিক্রিয়ক

রাসায়নিক বিক্রিয়ায় যে সব পদার্থ অংশগ্রহণ করে তাদের বিক্রিয়ক , বিকারক বা বিক্রিয়াকারী পদার্থ ( reactants ) বলে । 

বিক্রিয়াজাত পদার্থ

বিক্রিয়ার ফলে যে সব নতুন পদার্থ তৈরি হয় । তাদের বিক্রিয়াজাত পদার্থ বলে । 

উদাহরণ — অক্সিজেনের মধ্যে কার্বন বা কয়লা পোড়ালে কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হয় । এই কার্বন ডাই অক্সাইডের ধর্ম অক্সিজেন ও কার্বনের ধর্ম থেকে সম্পূর্ণ আলাদা । সুতরাং এটি একটি রাসায়নিক বিক্রিয়া । এখানে কার্বন ও অক্সিজেন হল বিক্রিয়াকারী পদার্থ এবং কার্বন ডাই অক্সাইড হল বিক্রিয়াজাত পদার্থ । 

রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ

1. প্রত্যক্ষ সংযোগ বিক্রিয় , 2. বিয়োজন বিক্রিয়া , 3. বিনিময় বিক্রিয়া , 4. প্রশমন বিক্রিয়া , 5. জারণ বিজারণ বিক্রিয়া , 6. যুত বিক্রিয়া , 7. প্রতিস্থাপন বিক্রিয়া , 8. পারমাণবিক পুনর্বিন্যাস বিক্রিয়া ।

error: Content is protected !!