ভৌত বিজ্ঞান

20°C উষ্ণতায় 20 গ্রাম জলে 4 গ্রাম চিনি দ্রবীভূত হয়ে চিনির সম্পৃক্ত দ্রবণ তৈরি করে । ঐ উষ্ণতায় চিনির দ্রাব্যতা কত ?

20°C উষ্ণতায় 20 গ্রাম জলে 4 গ্রাম চিনি দ্রবীভূত হয়ে চিনির সম্পৃক্ত দ্রবণ তৈরি করে । ঐ উষ্ণতায় চিনির দ্রাব্যতা কত ? 

20 গ্রাম জলে 4 গ্রাম চিনি দ্রবীভূত হয় ।

∴ 100 গ্রাম জলে (4 x 100) ÷ 20 বা , 20 গ্রাম চিনি দ্রবীভূত হয় । 

সুতরাং চিনির দ্রাব্যতা 20 ।

50°C উষ্ণতায় তৈরি একটি লবণের সম্পৃক্ত দ্রবণের 8০ গ্রামকে বাষ্পীভূত করলে 30 গ্রাম লবণ পাওয়া যায় । ঐ উষ্ণতায় লবণটির দ্রাব্যতা কত ? 

৪০ গ্রাম দ্রবণে জলের পরিমাণ = 80 গ্রাম – 30 গ্রাম = 50 গ্রাম 

∴ 50 গ্রাম জলে দ্রবীভূত হয় 30 গ্রাম লবণ 

সুতরাং 100 গ্রাম জলে দ্রবীভূত হয় (30 × 100) ÷ 50 বা 60 গ্রাম লবণ ।

∴ 50°C উষ্ণতায় লবণটির দ্রাব্যতা 60 ।

error: Content is protected !!