উদগ্রাহী পদার্থ কাকে বলে
উদগ্রাহী পদার্থ কাকে বলে
কোনো কোনো কেলাস সাধারণ উষ্ণতায় খোলা বাতাসে রেখে দিলে বাতাস থেকে জলীয় বাষ্প শোষণ করে শোষিত জলে দ্রবীভূত হয়ে অবশেষে একেবারে জলীয় দ্রবণে পরিণত হয় । এই রকম কেলাসকে উদগ্রাহী কেলাস বলে এবং প্রক্রিয়াটিকে উদগ্রহ ( deliquescence ) বলে ।
উদাহরণ— ক্যালসিয়াম ক্লোরাইড ( CaCl2 ) , ম্যাগনেসিয়াম ক্লোরাইড ( MgCl2 ) প্রভৃতি হল উদগ্রাহী পদার্থ । খোলা বাতাসে রেখে দিলে এরা বায়ুর জলীয় বাষ্প শোষণ করে সেই জলে দ্রবীভূত হয়ে যায় । সাধারণ লবণে MgCl2 মিশে থাকে , তাই এটি খোলা বাতাসে রেখে দিলে বায়ুর জলীয় বাষ্প শোষণ করে সামান্য পরিমাণে এবং সেই জলে গলে যায় ।
সাধারণ উষ্ণতায় এই জাতীয় কেলাসের কেলাস জলের বাষ্পচাপ বায়ুর জলীয় বাষ্পের চাপের চেয়ে কম হয় , তাই এরা বাতাস থেকে জলীয় বাষ্প শোষণ করে ।