ভৌত বিজ্ঞান

জলাকর্ষী পদার্থ কাকে বলে

জলাকর্ষী পদার্থ কাকে বলে

কিছু কিছু পদার্থকে খোলা বাতাসে রেখে দিলে অথবা কোনো আর্দ্র বস্তুর সংস্পর্শে রেখে দিলে এরা বাতাস বা আর্দ্র বস্তু থেকে জলশোষণ করে নেয় কিন্তু ওই শোষিত জলে এরা দ্রবীভূত হয় না । এই জাতীয় পদার্থকে জলাকর্ষী পদার্থ ( hygroscopic matter ) বলে । জলাকর্ষী পদার্থ কেলাসাকার , অনিয়তাকার বা তরল পদার্থও হতে পারে । 

উদাহরণ— অনার্দ্র CaCl2 , অনার্দ্র Na2SO4 , অনার্দ্র MgSO4 , ঘন H2SO4 ইত্যাদি । কোনো আবদ্ধ স্থানের বায়ু শুষ্ক রাখতে বা কোনো আর্দ্র বস্তু থেকে জল শোষণ করতে এইসব পদার্থকে জলাকর্ষী পদার্থ বা শুষ্ককারক দ্রব্য হিসাবে ব্যবহার করা হয় ।

error: Content is protected !!