আংশিক কেলাসন কাকে বলে
আংশিক কেলাসন কাকে বলে
একই দ্রাবকের মধ্যে বিভিন্ন দ্রাব্যতা বিশিষ্ট দুই বা ততোধিক কঠিন পদার্থ দ্রবীভূত থাকলে কেলাসনের মাধ্যমে পদার্থগুলিকে পৃথক করা যায় । এই পদ্ধতিকে আংশিক কেলাসন বলে ।
উদাহরণ — কপার সালফেট ও সোডিয়াম নাইট্রেটের গাঢ় উত্তপ্ত জলীয় দ্রবণকে ধীরে ধীরে ঠান্ডা করলে প্রথমে অপেক্ষাকৃত কম দ্রাব্যতা যুক্ত কপার সালফেটের নীল রঙের কেলাস অধঃক্ষিপ্ত হয় । ফিল্টার করে এই কেলাস সংগ্রহ করার পর দ্রবণটিকে আরও ঠান্ডা করলে সোডিয়াম নাইট্রেটের সাদা কেলাস পাওয়া যায় ।