কেলাস কাকে বলে

Contents

কেলাস কাকে বলে

কতকগুলি কঠিন পদার্থ নির্দিষ্ট সংখ্যক সমতল তল দ্বারা সীমাবদ্ধ এবং সুনির্দিষ্ট ত্রিমাত্রিক জ্যামিতিক আকার বিশিষ্ট ছোটো ছোটো দানা দ্বারা গঠিত হয় , এই দানাগুলিকে কেলাস বলে । অর্থাৎ নির্দিষ্ট ত্রিমাত্রিক জ্যামিতিক আকার বিশিষ্ট সমতল দ্বারা সীমাবদ্ধ কঠিন পদার্থের দানাকে কেলাস বলে । 

কেলাস এর উদাহরণ : 

তুঁতে , চিনি , ফটকিরি ইত্যাদির কেলাস । কেলাসগুলির মধ্যে কোনোটি ঘনকাকার , কোনোটি পিরামিডের মতো , আবার কোনোটি প্রিজমের মতো ।

কেলাসাকার পদার্থ কি

যেসব পদার্থের দানাগুলি নির্দিষ্ট জ্যামিতিক আকারের হয় , তাদের কেলাসাকার পদার্থ বা কেলাসিত পদার্থ বলে । উদাহরণ : তুঁতে , চিনি , মিছরি , ফটকিরি , গ্রাফাইট প্রভৃতি হল কেলাসাকার পদার্থ ।  

অনিয়তাকার পদার্থ কাকে বলে

যে সমস্ত কঠিন পদার্থের নির্দিষ্ট জ্যামিতিক আকার নেই , অর্থাৎ যে সমস্ত কঠিন পদার্থের কেলাস হয় না তাদের অনিয়তাকার ( amorphous ) পদার্থ বলে । উদাহরণ : চুন , পিচ , ভুসোকালি , ময়দা , কাচ ইত্যাদি পদার্থ ।

error: Content is protected !!