সাসপেনশন কাকে বলে

সাসপেনশন কাকে বলে

অদ্রাব্য পদার্থের সূক্ষ্ম চূর্ণ কোনো তরলের মধ্যে প্রলম্বিত অবস্থায় অসমসত্ত্বভাবে মিশ্রিত থাকলে তাকে প্রলম্বন বা সাসপেনশন বলে ।

অসমসত্ত্ব মিশ্রণের আরেকটি উদাহরণ হল প্রলম্বন বা সাসপেনশন । চক , বালি , বেরিয়াম সালফেট প্রভৃতি অদ্রাব্য পদার্থের সূক্ষ্ম চূর্ণ যদি জলে মেশানো যায় তাহলে প্রথমে মিশ্রণটি অস্বচ্ছ ও ঘোলা হয়ে যায় । অদ্রাব্য পদার্থের সূক্ষ্ম কণাগুলি জলের মধ্যে এদিক ওদিক ঘুরে বেড়ায় । কিছুক্ষণ রেখে দিলে অপেক্ষাকৃত ভারী কণাগুলি জলের নীচে থিতিয়ে পড়ে । কিন্তু যে সমস্ত কণার ব্যাস 10 cm বা তার কাছাকাছি সেগুলি জলে প্রলম্বিত অবস্থায় থাকে । সূক্ষ্ম চূর্ণগুলি খালি চোখে দেখা যায় । এগুলি ফিল্টার পেপারের মধ্য দিয়ে যেতে পারে না । দীর্ঘক্ষণ রেখে দিলে এই সূক্ষ্ম চূর্ণগুলি আংশিকভাবে অধঃক্ষিপ্ত হতে পারে । 

শহর বা শিল্পাঞ্চলের বাতাসে প্রচুর পরিমাণে ধোঁয়ার কার্বন কণা ও ধুলিকণা প্রলম্বিত অবস্থায় থাকে । এর ফলে বায়ু দূষণ হয় । তাই বর্তমানে যানবাহন থেকে ধোঁয়া নির্গমনের মাত্রা নিয়ন্ত্রণ করা , কলকারখানা থেকে নির্গত ধোঁয়াকে বাতাসে ছাড়ার আগে কার্বন কণা মুক্ত করা প্রভৃতি ব্যবস্থার কথা বলা হচ্ছে ।

error: Content is protected !!