ভৌত বিজ্ঞান

সম্পৃক্ত দ্রবণকে অসম্পৃক্ত করার উপায়

সম্পৃক্ত দ্রবণকে অসম্পৃক্ত করার উপায় 

i. সম্পৃক্ত দ্রবণে অতিরিক্ত দ্রাবক যোগ করলে অথবা সম্পৃক্ত দ্রবণের উষ্ণতা বাড়ালে এটি অসম্পৃক্ত হয়ে যায় । 

ii. উত্তপ্ত করে সম্পৃক্ত দ্রবনের উষ্ণতা বাড়ালে উচ্চতর উষ্ণতায় দ্রবণটি অসম্পৃক্ত দ্রবণে পরিণত হয় ।

অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত করার উপায়  

অসম্পৃক্ত দ্রবণে অতিরিক্ত দ্রাব যোগ করে , অসম্পৃক্ত দ্রবণকে ঠান্ডা করে অথবা অসম্পৃক্ত দ্রবণ থেকে কিছু পরিমাণ দ্রাবককে বাষ্পীভূত করে সম্পৃক্ত দ্রবণ তৈরি করা যায় ।

error: Content is protected !!